উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সেবার তালিকা
01. ন্যায্য মূল্যের (Fair price) কার্ডের মাধ্যমে খাদ্য শস্য বিতরণঃ উপজেলার হত দরিদ্র জন গোষ্ঠীর মাঝে Fair priceকার্ডের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় করা হয়ে থাকে।
02. ও.এম.এস খাতে খাদ্য শস্য বিতরণঃ সুলভ মূল্যে জন গণের মাঝে ও.এম.এস এর মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
03. ভিজিডি খাতে খাদ্য শস্য সরবরাহঃ হত দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের খাদ্য চাহিদা মেটাতে এ কর্মসূচীর মাধ্যমে খাদ্য শস্য বিতরণ করে সেবা প্রদান করা হয়ে থাকে।
04. জিআর খাতে খাদ্য শস্য বিতরণঃ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ কর্মসূচীর আওতায় খাদ্য শস্য সরবরাহ করা হয়ে থাকে।
05. টিআর ও কাবিখাঃ অবকাঠামোগত উন্নয়নের জন্য টিএর ও কাবিখা খাতে খাদ্য শস্য বিতরণের মাধ্যমে সহায়তা করা হয়ে থাকে।
06. ফুডগ্রেন লাইসেন্সঃ বিভিন্ন প্রকার খাদ্য শস্য ব্যবসায়ী ও হুইট ক্রাষ্টমিল এর লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে। এর মাধ্যমে সরকারী কিছু রেভিনিউ সংগ্রহিত হয়ে থাকে।
07. ধান, চাল ও গম সংগ্রহঃ আমন ও বোরো মৌসুমে সরকারী নীতিমালার বিনির্দেশ অনুযায়ী ঘোষিত লক্ষ্য মাত্রার ভিত্তিতে কৃষকদের নিকট থেকে ধান ও গম এবং চালকল মালিকদের (সরকারের সাথে চুক্তিবদ্ধ) নিটক থেকে চাল ক্রয় করা হয়ে থাকে। এছাড়া বিদেশ থেকে আমদানীকৃত ও অনুদানের মাধ্যমে প্রাপ্ত খাদ্য শস্য এলএসডিতে সংরক্ষণ করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS